জামাল ভূঁইয়ার কোচিং ক্যারিয়ার: বাফুফে আয়োজিত এএফসি এ-লাইসেন্স কোর্স

জামাল ভূঁইয়ার কোচিং ক্যারিয়ার: বাফুফে আয়োজিত এএফসি এ-লাইসেন্স কোর্স

বাঁশবিএফে আয়োজন করতে যাচ্ছে এএফসি এ-লাইসেন্স কোচিং কোর্স। এতে অংশ নিতে আসছেন দেশের ফুটবল তারকা জামাল ভূঁইয়া, যারা কোচিং ক্যারিয়ারে নতুন দিক খুলতে চান।

১৮ জানুয়ারি শুরু হতে যাওয়া এই কোর্সে জামাল ভূঁইয়া ছাড়াও ওয়ালী ফয়সাল, শাহেদ আলম, তৌহিদুল আলম সবুজসহ আরও অনেক বর্তমান ও সাবেক ফুটবলার অংশ নেবেন। কোর্সে যোগদান করবেন প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা এবং নাসিফ ইসলাম, যিনি বাফুফেতে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

এএফসি এ-লাইসেন্স কোর্স দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ১৮-৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এবং পরবর্তী পর্ব দুই মাস পর শুরু হবে। কোর্সে অংশ নিতে বাফুফে এক লাখ টাকা ফি নির্ধারণ করেছে।

এই কোর্সটি পরিচালনায় থাকবেন সাবেক জাতীয় ফুটবলার ও এএফসি প্রো-লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু, যিনি বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুর তত্ত্বাবধানে ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।