বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তারেক রহমান আরও বলেন, ‘তিনি ছিলেন একনিষ্ঠ দেশপ্রেমিক রাজনীতিবিদ ও জনপ্রিয় নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এই নেতা বিএনপির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার বিনয়ী ও সজ্জন ব্যক্তিত্ব তাকে দলীয় নেতা-কর্মীদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

আব্দুল মোমিন তালুকদার বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।