বিসিবির গঠনতন্ত্র সংশোধনে অনিশ্চয়তা, ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের ঘোষণা

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন নিয়ে প্রশ্ন তুলে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) বয়কটের ঘোষণা দিয়েছে ক্লাব কর্তারা।
গত ১৪ জানুয়ারি, প্রিমিয়ার লিগ থেকে শুরু করে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭টি ক্লাবের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে ক্লাবগুলো বিসিবির গঠনতন্ত্র সংশোধন কার্যক্রমে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিল, তবে সময় শেষ হয়ে গেলেও বিষয়টি সুরাহা করেনি বোর্ড। যার ফলশ্রুতি হিসেবে এবার লিগ বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।
আগামীকাল (সোমবার) থেকে ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অধীনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। তবে ক্লাবগুলোর চাপের মুখে গতকাল শনিবার বিসিবির প্রাঙ্গণে ট্রফি উন্মোচন অনুষ্ঠান স্থগিত হয়। ক্লাব কর্তারা জানিয়ে দিয়েছেন, তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা লিগে অংশ নেবে না।
ক্রিকেট সংগঠক লুৎফর জামান বাদল বলেন, ‘‘আমাদের দাবি স্পষ্ট, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা খেলব না। আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই।’’
অপর সংগঠক রফিকুল ইসলাম বাবুও একই সুরে বলেন, ‘‘বিসিবি সভাপতি আমাদের বলেছেন, দ্রুতই বোর্ডের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নেবেন। এরপর আমরা মাঠে ফিরব।’’
সংগঠকদের দাবি, গঠনতন্ত্র সংশোধনের নামে বিসিবি ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর আধিপত্য কমাতে চায়। যেমন– ক্লাব ক্যাটাগরির পরিচালক পর্ষদে ১২ জনের পরিবর্তে চারজনের যোগ দেওয়ার প্রস্তাব উঠে এসেছে। এই প্রস্তাবনা তুলে ধরা হয় বিসিবির গঠনতন্ত্র সংশোধনী কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগের দাবিও জানিয়ে আসছেন তারা।