রাবি কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা সম্পন্ন হয়।
রাবি কেন্দ্রের কো-অর্ডিনেটর ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন জানিয়েছেন, পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯২.৯৫ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১২,৮৬৪ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও উপস্থিত ছিল ১১,৯৫৮ জন। অনুপস্থিত ছিল ৯১৫ জন পরীক্ষার্থী।
অধ্যাপক বেলাল হোসাইন বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।” পরীক্ষার দিন সকাল থেকেই ভর্তিচ্ছুরা কেন্দ্রে ভিড় করতে থাকেন। কেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেককে নির্ধারিত নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হয়। তাদের সঙ্গে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিতে দেওয়া হয়নি।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ব্যস্ত পরিবেশ সৃষ্টি করে।