অনুমোদন পেল নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়

অনুমোদন পেল নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক কার্যক্রম স্থবির থাকলেও এর মধ্যেই অনুমোদন পেয়েছে ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউতে প্রতিষ্ঠিত ওই বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৬টি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৬ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রস্তাবিত ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ সাময়িকভাবে স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।

অনুমোদনপত্রে মন্ত্রণালয় ২৩টি শর্ত দিয়েছে। সব শর্ত সন্তোষজনকভাবে পূরণ করা হলে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি সূত্র জানায়, ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ অনুমোদনের জন্য আবেদন জমা পড়ে ২০১৪ সালে। ওই সময় শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির কাগজপত্র যাচাই ও মতামত প্রদানের জন্য ইউজিসিকে চিঠি দেয়। আবেদনের প্রায় ছয় বছর পর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী গত সপ্তাহে নতুন এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলো।