পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড , পুড়ে গেছে ২৩টি বসতঘর

পটুয়াখালী শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান, মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজনসহ মোট ২৩টি পরিবারের বসতঘর ও একটি চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে পটুয়াখালী সদর ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করেছেন।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা। তাদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে ৬টি ইউনিট পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা হবে বলে তিনি জানান।