জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টার নির্দেশনা: আইনশৃঙ্খলা ও উন্নয়নে জোর

জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টার নির্দেশনা: আইনশৃঙ্খলা ও উন্নয়নে জোর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর। তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন ও দেশের ৬৪টি জেলার সুশাসন নিশ্চিত করতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির আহ্বান জানান। তিনি বলেন, "একটি জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের জন্য স্মরণীয় সময়। এই সময়ের মধ্যেই নিজেকে প্রমাণের সুযোগ থাকে।"

প্রধান উপদেষ্টা জানান, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বাড়াতে জেলার মধ্যে র‍্যাংকিং ব্যবস্থা চালু করা হলে ইতিবাচক ফল আসবে। প্রতিটি জেলা তাদের অবস্থান সম্মানজনক রাখতে সচেষ্ট থাকবে, ফলে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

এছাড়া, তিনি জানান, এখন থেকে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন প্রয়োজন হবে না, যা সাধারণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করবে।

শিক্ষাখাতেও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার প্রতি আরও মনোযোগী হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুসংগঠিত হয়।

এ বছর তিন দিনব্যাপী ডিসি সম্মেলনে মোট ১,২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।