অন্তর্বর্তী সরকারের সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে : সেলিমা রহমান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলে তা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। তিনি বলেন, "সমালোচনার মাধ্যমে তাদের সফল করার লক্ষ্যে আমরা কথা বলি। এ ধরনের সমালোচনা তাদের হজম করতে হবে এবং বাক স্বাধীনতার অধিকার নিশ্চিত করতে হবে।"
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে সমালোচনা করা যেত না। বাকস্বাধীনতার অভাবে জনগণ ভীতসন্ত্রস্ত থাকত। সমালোচনার কারণে অনেকেই গ্রেফতার হয়েছেন, হামলা-মামলার শিকার হয়েছেন, এমনকি গুম-খুনের মতো ঘটনা ঘটেছে।"
তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। ছাত্র-জনতার আন্দোলন এবং বিএনপির নেতৃত্বে এই আন্দোলনের ফলে ৫০০ নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমরা চাই, দেশের মানুষ তাদের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে পাক।"
আলোচনায় ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ তুলে সেলিমা রহমান বলেন, "ড. ইউনূসের ব্যক্তিত্ব এবং সম্মানকে আমরা শ্রদ্ধা করি। সারা বিশ্বে তিনি বাংলাদেশের জন্য গৌরব। আমরা চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি তার অবস্থান ধরে রাখবেন এবং তার প্রতিদান দেবেন।"