অপুকে অপহরণ চেষ্টা : বরিশাল মহানগর আ’ লীগের নিন্দা

সময় টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাসিন্তর দাবী করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সভাপতি এ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক ও বরিশার সিটি কপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অনান্য নেতৃবৃন্দ।
মঙ্গলবার বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশার সিটি কপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বরিশালে বিরাজমান ইতিবাচক ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশকে বিনষ্ট করে যারা বরিশালকে অশান্তির নগরীতে পরিনত করতে চায় তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে।