অল্প সময়ে ব্যাপক সাড়া

টেলিভিশনের পর্দায় এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা খায়রুল বাসার, যিনি তার ক্যারিয়ারের অল্প সময়েই পেয়েছেন দারুণ দর্শকপ্রিয়তা। আগামীর সম্ভাবনায় তারকা হিসেবে ইতিমধ্যেই পরিচালকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। একজন নবাগত অভিনেতা হিসেবে দর্শকের কাছে যেমন এরই মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছেন ঠিক তেমনি তার প্রতি নির্মাতাদের আগ্রহও বাড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স মাস্টার্স করে অভিনয়ের দুনিয়ায় এক ধরনের চ্যালেঞ্জ নিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছেন। একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাফল্যের দিকে।
সদ্য মুক্তি পাওয়া আশফাক নিপুণের আট পর্বের ওয়েব সিরিজ ‘মহানগর’ এ আবীর হাসান চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকমহলে তুমুল প্রশংসিত হচ্ছেন খায়রুল।
এরই মধ্যে আগামী ঈদের জন্য ৩০টিরও বেশি স্ক্রিপ্ট পেয়েছিলেন তিনি। কিন্তু লকডাউনজনিত কারণে এবং ঈদের আগে অনেক বেশি সময় না থাকায় তাকে বেছে বেছেই কাজগুলো করতে হচ্ছে।
খায়রুল বাসার জানান, এরই মধ্যে তিনি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বড় ভাবী’ ও ‘অন্ধ জলছবি’র কাজ শেষ করেছেন। শেষ করেছেন গৌরব দত্তের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সহজ সুন্দর’ ও মহিদুল মহিমের পরিচালনায় ‘চুমকি চলেছে’ নাটকের কাজ।
এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে তিনি দীপু হাজরা, সজীব মাহমুদ, রউফ ও বাপ্পীর পরিচালনায় আরো চারটি ঈদ নাটকের কাজ করবেন।
ঈদের কাজ নিয়ে ব্যস্ততা প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, সবাইকে নিয়ে যখন একটি ভালো প্রজেক্ট হয় তখন যে সত্যিই একটা বিস্ফোরণ ঘটে, মহানগর যেন তারই প্রমাণ। প্রথম দিন থেকে এখন পর্যন্ত প্রতিদিন যে পরিমাণ সাড়া পাচ্ছি, তাতে আমি নিজেই অভিভূত, মুগ্ধ। শুধু দর্শকই নয়, অনেক নির্মাতা, পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব অনেকেই অনুপ্রেরণা দিচ্ছেন। আমি ভীষণ কৃতজ্ঞ আশফাক নিপুণ ভাইয়ের কাছে আমাকে এই কাজের সাথে সম্পৃক্ত রাখার জন্য।