অশনি: বরিশালে মুষলধারে বৃষ্টি

অশনি: বরিশালে মুষলধারে বৃষ্টি

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জেলার উপজেলাগুলোতেও মানুষের ভোগান্তি বাড়ছে। এদিকে কৃষকরা পাকা বোরো ধান ঘরে তুলতে না পেরে দুঃশ্চিন্তায় পড়েছে। অন্যদিকে উপজেলার বাজার-ঘাট, গ্রামের মধ্যে বিভিন্ন রাস্তা সংস্করণের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বুধবার (১১ মে) বেলা ১১টা থেকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মুশল ধারে বৃষ্টি শুরু হয়। পরে দমকা হাওয়া ও মেঘের গর্জন শুরু হয়। এদিকে বৃষ্টির শুরুতেই নগরীর বিদুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আকাশে ঘন মেঘ আর বিদুৎ বিচ্ছিন্ন হওয়ায় পুরো বরিশাল নগরী অন্ধকারে পরিণত হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলায় বৃষ্টির কারণে সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার এক স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান নয়ন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন।

তিনি লিখেছেন (অপরিবর্তীত), ‘বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড এর এক সময়ের ব্যস্ততম এম এ বারী বাজার সড়ক এর দীর্ঘদিন যাবৎ সংস্করণের অভাবে বৃষ্টিতে চরম ভোগান্তিতে এলাকাবাসী, যানবাহন ও লোকজন চলাচলে ব্যাহত হচ্ছে, রাস্তার সংস্করণ এর অভাবে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাব রেজিস্ট্রার অফিস, পশু হাসপাতাল, কেন্দ্রীয় শহীদ মিনার, লঞ্চঘাট কে কেন্দ্র করে এই সড়কটি, কতৃপক্ষের নিকট আকুল আবেদন বারী বাজার এলাকা বাসীর ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি দূর করতে এই সড়কটি সংস্করণে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন!’

অন্যদিকে আগৈলঝাড়ায় কৃষক মোহাম্মদ সালাম হোসেন বলেন, ‘কেবল ধান কাটা শুরু করলাম, এর মধ্যেই বৃষ্টি, ঝড় শুরু হইছে। এর মধ্যে ধান কেমনে যে ঘরে উঠামু এই চিন্তায় কাম-কাইজ কিছু ভালো লাগে না’।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মহফুজুর রহমান বলেন, বরিশলে গত ২৪ ঘণ্টায় দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আগামি ২৪ ঘণ্টায় বিভাগে ভারী থেকে অতি ভারী ও মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।