আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন – এমপি শাওন

দ্বীপ জেলা ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তি যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর আর্দশের দল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছেন।
আজ ১৪ অক্টোবর সকালে লালমোহন পৌর সভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, দেশবিরোধী সন্ত্রাস জংলি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হিরন প্রমুখ বক্তব্য রাখেন।