আগামী টেস্টে সাকিব খেলবেন তো

নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা রাঙিয়েছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টের স্কোয়াডেও রয়েছেন সাকিব। তবে বুধবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে এখনো কিছুটা শঙ্কা রয়ে গেছে।
শেষ ওয়ানডেতে পাওয়া কুঁচকির চোট থেকে সাকিব এখনো পুরোপুরি সেরে ওঠেননি বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। তবে সাকিবকে পাওয়ার আশা ছাড়ছেন না এই দক্ষিণ আফ্রিকান।
গতকাল সোমবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন, ‘শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট লেগেছিল। এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে গিয়েছে। এখনো সে শতভাগ ফিট নয়। তবে এখনো একদিনের মতো সময় আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।’
সাকিব অবশ্য শনিবার থেকেই অনুশীলনে ফিরেছেন। সেদিন লম্বা সময় ব্যাটিং করেন। রবিবার ব্যাটিং-বোলিং দুটিই করেছেন। গতকাল সোমবার দলের অনুশীলনেও সাকিব ছিলেন প্রাণবন্ত।
ডমিঙ্গো সাকিবের ফেরার দিকে তাকিয়ে আছেন, ‘সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয় ওকে পেলে। বিশ্বমানের অলরাউন্ডার সে।’