আগৈলঝাড়ায় ভূমিহীনদের নিয়ে মতবিনিময় সভা

বরিশালের আগৈলঝাড়ায় ভূমিহীন গৃহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের দেয় ভূমিহীনদের এক টুকরো জমি ও তদুপরিস্থীত পাকা ঘড় প্রাপ্তদের নিয়ে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। এসময় উপস্থিত ভূমিহীন গৃহীনগন শফৎ করে বলেন “আমরা বাংলাদেশ সরকারের আইন মেনে চলবো, আমাদের প্রাপ্ত ঘড় ছেড়ে আমরা অন্যত্র যাবো না, আমাদের মালিকানাধীন ঘড় অন্য কাউকে ভাড়া দেবো না” এসময় সভায় উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।