আজ বরিশালের বিনোদন কেন্দ্র গুলোর চিত্র

আজ বরিশালের বিনোদন কেন্দ্র গুলোর চিত্র

বরিশালে ঢিলেঢালাভাবে অতিবাহিত হচ্ছে লকডাউনের প্রথমদিন। সোমবার  সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের লঞ্চ এবং দুটি বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। তবে নগরীর অভ্যন্তরে থ্রি-হুইলার সহ অন্যান্য যানবাহন চলাচল ছিলো প্রায় স্বাভাবিক। সেগুলোতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। নগরীর বেশীরভাগ দোকানপাঠ বন্ধ।

বরিশালের বিনোদন কেন্দ্র গুলো তেও স্বাভাবিক দর্শনাথী দেখা যায়।বরিশাল বঙ্গবন্ধু উদ্যান ও ত্রিশ গোডাউন এলাকায় ভীড় দেখা যায়। বিধিনিষেধ মানতে কোনও প্রচার প্রচারণা করতে দেখা যায়নি সরকারের কোন সংস্থাকে।