আতংকে শের-ই-বাংলা মেডিকেলের ৪০ ইন্টার্ন চিকিৎসক সেবাদান থেকে বিরত
করোনা আতংক এবং নিরাপত্তার দাবীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন ইন্টার্ন চিকিৎসক সেবাদান থেকে বিরত রয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজ করা থেকে বিরত আছেন দাবী করে হাসপাতালের পরিচালক বলেছেন, অন্যান্য ইন্টার্ন ও মিড লেভেলের চিকিৎসকদের দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তবে লকডাউনের কারনে রোগী কম থাকায় হাসপাতালে রোগীর চিকিৎসায় তেমন সমস্যা হচ্ছে না।
পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, গত শুক্রবার শের-ই বাংলা মেডিকেল কলেজের ২ নম্বর হলের বাসিন্দা পঞ্চম বর্ষের এক ছাত্রের করোনা ভাইরাস সনাক্ত হয়। এই হলে ৪০ জন ইন্টার্ন চিকিৎসক থাকেন। এদের মধ্যে ১৫ জন ইন্টার্ন আক্রান্ত ছাত্রের নিকটস্থ ছিলেন।
শনিবার দুপুরে ৪০জন ইন্টার্ন তাদের ভবিষ্যতের নিরাপত্তা দাবী তোলে কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে উন্নত পিপিই, গ্লোভস এবং মাস্ক ছিলো। এ সময় কর্তৃপক্ষ ওই ছাত্রের নিকটস্থ ১৫ ইন্টার্ন চিকিৎসকের করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরন করে। এরপরও দাবী আদায় না হওয়া পর্যন্ত ৪০ ইন্টার্ণ কাজ করা থেকে দূরে সরে যায় বলে পরিচালক জানান।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ২০৯ জন। আজ রোগী ছিলো ৪৮৭ জন।
উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নির্দেশ মোতাবেক খুব শিঘ্রই ইন্টার্ন চিকিৎসক সমস্যার সমাধান হবে বলে আশা হাসপাতাল পরিচালকের।