আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন পাপিয়া দম্পতি

আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন পাপিয়া দম্পতি

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে করা রাজধানীর শেরে বাংলা নগর থানার অস্ত্র আইনের মামলায় যুক্তিতর্কের জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আদালতে আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। 

এই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও ১২ জন সাক্ষীর জবানবিন্দ বুধবার পড়ে শোনান হয়। পরে আদালত আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন। এর আগে মামলায় মোট ১৪ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। 

 

এর আগে আসামিদের বিরুদ্ধে ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে র‌্যাব। পরে বিচারের জন্য এ আদালতে মামলাটি বদলি হয় বিচারিক আদালতে।