আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলবে বিসিবি

আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলবে বিসিবি

আর্থিকভাবে সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম এখনও তারা গড়ে তুলতে পারেনি। অবশেষে রবিবার ঘোষণা এলো দ্রুততম সময়ের মধ্যেই আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এমন ঘোষণা দিয়েছেন মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবর্তনের ঘোষণা দেন তিনি। রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘এখন এগুলো পর্যালোচনা চলছে। খুব দ্রুতই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবর্তন আনবো। যে সিস্টেমটা আন্তর্জাতিক মানের, যাদের কথা আপনারা বলেন, তেমন পরিবর্তন নিয়ে আসবো’

এই জায়গায় বিসিবির পেশাদারিত্বের অভাবটা চোখে পড়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সাকিব আল হাসানের মাথা কেটে শহিদুল ইসলামের মাথা জোড়া লাগিয়ে ফেসবুক পেজে পোস্ট করে বিসিবি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়ও উঠে। এ প্রসঙ্গে টিটু বলেছেন, ‘আমি যেটা বড় করে বলতে চাই, বিষয়টা একটা থার্ড পার্টির কাছে ছিল। তারা অপেশাদারিত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করেছে। সেখানে কয়েকটি ইস্যু তৈরি হয়েছে। বোর্ড কিন্তু তাদের সঙ্গে চুক্তি বাতিলও করেছে।’

বিসিবির টাইগার ক্রিকেট ডটকম নামে একটি ওয়েবসাইট রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স নামে ফেসবুক, বাংলাদেশ ক্রিকেট নামে টুইটার ও বাংলাদেশ টাইগার্স নামে ইনস্টাগ্রামে ভেরিফায়েড পেইজ রয়েছে। কিন্তু সেখানে তথ্যের স্বল্পতা স্পষ্টভাবেই চোখে পড়ে। টিটু জানালেন, ভবিষ্যতে দ্রুততম সময়ের মধ্যে এসব সামাজিক মাধ্যমে যথার্থ তথ্য থাকবে, ‘একদম আপ টু দ্য মার্ক আমাদের প্রেজেন্টেশনটা যেন থাকে, একটা জায়গায় যেন সবকিছু একসঙ্গে পাওয়া যায়- সেগুলো মাথায় রেখে এটাকে উন্নত করার কাজ চলছে।’