আবে হত্যাকাণ্ড: পুলিশের অপর্যাপ্ত নিরাপত্তাকে দুষলেন জাপান প্রধানমন্ত্রী

আবে হত্যাকাণ্ড: পুলিশের অপর্যাপ্ত নিরাপত্তাকে দুষলেন জাপান প্রধানমন্ত্রী

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার জন্য পুলিশের অপর্যাপ্ত নিরাপত্তাকে দায়ী করে বক্তব্য দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

গত ৮ জুলাই জাপানের নারা শহরে একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবেকে গুলি করা হয়। দীর্ঘ ৫ ঘণ্টা পর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিনজো আবেকে গুলি করার মুহূর্তের ভিডিও গণমাধ্যমে প্রকাশ হয়। এতে আক্রমণকারীকে খুব কাছ থেকে গুলি করতে দেখা যায়।

মূলত এজন্যই জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পুলিশের নিরাপত্তার দায় দেখছেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা কমিশন এবং জাতীয় পুলিশ এজেন্সি কী ভুল ছিল সেটা তদন্ত করছে। তারা সুপারিশ (ব্যবস্থা) নিয়ে আসবে।

কিশিদা বলেন, নিরাপত্তায় যা নিশ্চিত করা প্রয়োজন আমি তাদেরকে সেটা করার আহ্বান জানাই। 

হত্যার ঘটনায় তাৎসুইয়া ইয়ামাগামি নামে ৪১ বছর বয়সী এক বেকার যুবককে আটক করে পুলিশ। হত্যায় অভিযুক্ত ইয়ামাগামি পুলিশকে জানিয়েছেন,  একটি ধর্মীয় গোষ্ঠীর প্রতি তার বিদ্বেষ ছিল। আর আবে ওই ধর্মীয় গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। এই ক্ষোভে তিনি তাকে হত্যা করেছেন।

গুলি করার ঘটনাস্থল জাপানের নারার পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকা গত শনিবার পুলিশের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, আমি বিশ্বাস করি এবং এটা অনস্বীকার্য যে, সাবেক প্রধানমন্ত্রীর প্রহরায় এবং নিরাপত্তায় ত্রুটি ছিল। কী ঘটেছিল তা যথাযথ তদন্ত করে বের করা এখন জরুরি। সাংবাদিকদের সঙ্গে যখন তিনি কথা বলছিলেন, তখন কাঁদছিলেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, আগমী সেপ্টেম্বরে শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠান করা হবে। মঙ্গলবার ছোট পরিসরে তার শেষকৃত্য হয়।