আমতলীতে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম

বরগুনার আমতলীতে সাধারণ, গরীব ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় পৌর শহরের নূরজাহান ক্লাবের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
আমতলী উপজেলার নির্ধারিত টিসিবি ডিলারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় ন্যয্যমূল্যে উপজেলা প্রশাসন টিসিবি’র পণ্য বিক্রি করার ব্যবস্থা করেন। আজ মঙ্গলবার উপজেলার ৩০০ সাধারণ অসহায় মানুষের মাঝে সরকার কর্তৃত নির্ধারিত মূল্যে প্রতি লিটার ১০০ টাকা করে ৪ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি ছোলা, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ৫৫ টাকা কেজি দরে ১ কেজি মুশুরী ডাল বিক্রি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান প্রায় ১ ঘন্টা দাঁড়িয়ে থেকে নিজ হাতে পণ্য বিক্রি ও বিক্রি কার্যক্রম তদারকি করেন। তবে চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম থাকায় অনেক ক্রেতারা পণ্য না পেয়ে ফিরে গেছেন।
একাধিক ক্রেতারা অভিযোগ করেন, টিসিবি ডিলার যে পরিমাণ পন্য বিক্রি করছেন তা চাহিদার তুলনায় অনেক কম। ক্রেতারা পণ্য সরবরাহ বৃদ্ধির দাবি জানায়।
টিসিবি’র ডিলার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সোবাহান লিটন বলেন, যে পরিমাণ পণ্য বরাদ্ধ দেয়া হয় তা দিয়ে আমতলী উপজেলার মানুষের চাহিদা মেটানো সম্ভব নয়। তিনি আরো বলেন, আমতলীতে প্রতিদিন অন্তত দেড় থেকে দুই হাজার মানুষের টিসিবির পণ্য ক্রয়ের চাহিদা রয়েছে কিন্তু সরবরাহ পেয়ে থাকি অনেক কম। মানুষ পণ্য ক্রয় করতে এসে না পেয়ে ফিরে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, আজকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।