আমতলীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপন

আমতলীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আমতলী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সামাজিক দূরত্ব বাজায় রেখে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদ দেওয়ানের তত্ত্বাবধানে আমতলী সরকারী কলেজ মাঠে বৃক্ষ রোপন করে উপজেলা ও  ইউনিয়ন পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি অ্যাড. মোঃ কামরুল আহসান মহারাজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন সাবু। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সহ-সভাপতি মো. ইমাম হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান লিটন. সদর উপজেলা যুবলীগ আহবায়ক মো. আব্দুর রহিম মোল্লা, আমতলী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি অ্যাড: আরিফ উল হাসান, সম্পাদক তাজুল ইসলাম তিঠু, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মো. কবির দেওয়ান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাজমুল হক. যুগ্ম সাধারণ সম্পাদক কেএম তানজিল,  মো. তালেব মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসাইন, দপ্তর সম্পাদক মো. আবু সাইদ খোকন. হলদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. কবির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ। 
র দত্ত’র নামে নামকর বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলপিি