আরামিট গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

আরামিট গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ (৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ৬টায় নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রয়াতের ছোট ভাই সৈয়দ রফিক আহমেদ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জামাল আহমেদ। কয়েক দিন আগে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
সৈয়দ জামাল এক সময় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।
রবিবার দুপুরে কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।