আ.লীগের রাজনীতি করার অধিকার নেই : নুর

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর। সভায় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ একটি মৃত রাজনৈতিক দল, যারা জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতার লোভে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
নূরুল হক নুর বলেন, দেশে গণতন্ত্র এখন শুধু মুখে শোনা যায়। বিরোধী মত ও দলকে দমন করতে প্রশাসনকে ব্যবহার করে তারা একনায়কতন্ত্র কায়েম করেছে। জনগণ তাদের রাজনীতির জন্য আর সুযোগ দেয়নি। নতুন নির্বাচনে অংশগ্রহণের অধিকার তাদের নেই।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, এই গণঅভ্যুত্থান শুধুমাত্র ভোটের জন্য হয়নি। এটি একটি রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার ও মেরামত প্রক্রিয়ার অংশ, যা গণতান্ত্রিক, মানবিক এবং জনআকাঙ্ক্ষার একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।
সভায় নুরুল হক নুর রংপুর-১ আসনের জন্য হানিফ খান সজীবকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।