আ.লীগের কেন্দ্রীয় নেতারা সিলেট

রাজনীতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে মাঠেই মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সঙ্গে দলের নেতাকর্মীদের চাঙা করার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা দিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দিতে সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
শনিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে করে তারা সিলেটে পৌঁছান।
আজ রবিবার (৬ নভেম্বর) নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও আগামীকাল সোমবার (৭ নভেম্বর) একই অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা ও মহানগরের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ। বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপদফতর সম্পাদক সায়েম খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনে সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাফিজ মজুমদার ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিনিধি সভা মূলত দলের নেতাকর্মী ও উপদেষ্টাদের নিয়েই। সভায় কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেবেন।
আওয়ামী লীগের সরকার জনগণের উল্লেখ করে তিনি বলেন, ‘কাজেই এই জনগণের সরকারকে আন্দোলন সংগ্রাম করে কোনোদিন কেউ পতন ঘটাতে পারেনি। জনগণকে নিয়েই সকল অপরাজনীতির জবাব দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।’
সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, ‘দেশের মানুষের শান্তি কেড়ে নিতে চায় বিএনপি। জনগণ তা কখনও মেনে নিবে না। আমরা দেশের মানুষের জন্য প্রস্তুত রয়েছি। আমরা দেশে ও মানুষের কল্যাণকে নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রস্তুত রয়েছে।’