পাকিস্তানের বিপক্ষে রবিবার মাঠে নামার আগে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির রান ছিল ১০ হাজার ৯৪৩। এদিন, ৭৭ রান করার মধ্য দিয়ে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। একই সঙ্গে শচীন টেন্ডুলকারকে টপকে দ্রুততম ১১ হাজার রানের মালিক এখন টিম ইন্ডিয়ার অধিনায়কের।
১১ হাজার রান করতে শচীন টেন্ডুলকারের যেখানে লেগেছিল ২৭৬ ইনিংস, সেখানে বিরাট কোহলি নিয়েছেন ২২২ ইনিংস। শচীনের পরের তিনজন হলেন রিকি পন্টিং (২৮৬), সৌরভ গাঙ্গুলি (২৮৮) ও জ্যাক ক্যালিস (২৯৩)।