ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলায় হাসনাতের নিন্দা

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলায় হাসনাতের নিন্দা

ইবতেদায়ি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে আন্দোলনকালে তাদের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি এই নিন্দা জানান।

   

পোস্টে হাসনাত লেখেন, "ইবতেদায়ি শিক্ষকসহ দেশের সামগ্রিক শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নিন্দনীয় এবং এ ধরনের ঘটনা শিক্ষক সমাজের প্রতি অবমাননার শামিল।"

রোববার দুপুরে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশ জলকামান, লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

আহত শিক্ষকরা হলেন:

আনোয়ার হোসেন (৩৫)

ফরিদুল ইসলাম (৩০)

আমিনুল (৩৫)

মিজানুর রহমান (৩৫)

মারুফা আক্তার (২৫)

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবি:

১. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ (২০০৮) প্রত্যাহার।
২. রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলোকে মাদরাসা শিক্ষাবোর্ডে কোড অন্তর্ভুক্ত করা।
৩. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা নীতিমালা প্রণয়ন।
4. পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা এবং নীতিমালা-২০২৫ অনুমোদন।
5. প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগ।
6. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদন।