ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করলেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার (১৪ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "ইরান কখনোই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি।"
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়েছিল, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পও দাবি করেছিলেন, তাকে হত্যার পেছনে ইরানের হাত থাকতে পারে। তবে তদন্তকারীরা জানিয়েছেন, ট্রাম্পের ওপর চালানো হত্যাচেষ্টাগুলোর সঙ্গে ইরানের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মঙ্গলবার পেজেশকিয়ান আরও বলেন, "আমরা এসব অভিযোগকে ভিত্তিহীন মনে করি। ইরান কখনো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি, যেমনটি সাইবার হামলা বা ট্রাম্প হত্যার অভিযোগে বলা হয়েছে।"
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর এবং জুলাই মাসে ট্রাম্প হত্যার দু’টি পৃথক চেষ্টা হয়। প্রথমটি ফ্লোরিডায় একটি গলফ কোর্সে এবং দ্বিতীয়টি পেনসিলভানিয়ায় একটি সমাবেশে। তবে দু’টি ক্ষেত্রেই মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগেও তার বিরুদ্ধে বেশ কিছু হত্যাচেষ্টার অভিযোগ উঠে, যা শেষ পর্যন্ত কোনো প্রমাণ ছাড়াই বাতিল হয়।