ইরানের হুঁশিয়ারি: পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কঠোর জবাব

ইরানের হুঁশিয়ারি: পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কঠোর জবাব

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন যে, তেহরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া দিতে হবে।

মঙ্গলবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।"

আরাগচি আরও বলেন, "আমি মনে করি না তারা (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) এত বড় ভুল করবে। এটি একেবারেই পাগলামি এবং পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।"

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের প্রস্তাবেরও কড়া সমালোচনা করেন আরাগচি।

তিনি বলেন, "ফিলিস্তিনকে এই অঞ্চল থেকে মুছে ফেলা বা ফিলিস্তিনিদের উচ্ছেদ করা অসম্ভব। বরং আমার পরামর্শ হলো, ইসরাইলিদের সরিয়ে দিন এবং তাদের গ্রিনল্যান্ডে পাঠিয়ে দিন। এতে আমেরিকানরা একসঙ্গে দুটি সমস্যার সমাধান করতে পারবে।"

ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি করতে ইরান রাজি নয় বলে জানান আরাগচি।

তিনি বলেন, "পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। আমাদের বিশ্বাস অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে অনেক কিছু করতে হবে।"

ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করতে চান কিনা—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা এখন পর্যন্ত শুধু ভালো কথাই শুনেছি, কিন্তু এটুকু যথেষ্ট নয়।"

যদি ট্রাম্প প্রশাসন আলোচনার জন্য ইতিবাচক বার্তা পাঠায়, তাহলে ইরান কি আলোচনায় বসবে?—এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, "আমরা অবশ্যই তার কথা শুনবো। তবে আমরা যা শুনবো, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেব। তবে এক্ষুণি বলছি না যে, আমরা তার সবকিছু প্রত্যাখ্যান করবো।"