ইসলামী আন্দোলন আ. লীগ-বিএনপির দালালী করে না

ইসলামী আন্দোলন আ. লীগ-বিএনপির দালালী করে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, অনেকে বলেন আমরা (ইসলামী আন্দোলন) আওয়ামী লীগের দালালী করি। কিন্তু তাদের জেনে রাখা দরকার আমরা আওয়ামী লীগ-বিএনপির দালালী করি না। বরং ইসলামের বিজয়ের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাজনীতি করি। ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশের ওলামায়ে কেরামদের প্রতি আহ্বান জানান তিনি। 

শনিবার বেলা ১১ টায় চরমোনাইর বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পীর সাহেব চরমোনাই। 
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবর রহমান, খালেদ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সভাপতি নূরুল করীম আকরাম।

আজ রবিবার সকালে মাহফিল মাঠে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।আগামী ১৩ ডিসেম্বর সোমবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী মাহফিল সমাপ্ত হবে বলে মাহফিল আয়োজক মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্রাহ জানিয়েছেন।