দুর্নীতিবাজ স্বেচ্ছাচারী ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মাদ আফজালের পদত্যাগের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন মুসল্লিরা। সরকার সমর্থিত মাওলানারা শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশি^নী কুমার হল সম্মুখ সদর রোডে ওই মানববন্ধন কর্মসূচী পালন করেন।
শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. জামাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আনসারী, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা কেরামত আলী প্রমূখ।
এসময় তারা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে সম্মানের সঙ্গে পদত্যাগ করার আহ্বান জানান। পদত্যাগ না করলো কঠোর কর্মসূচির দেওয়ার হুশিয়ারি দেন তারা।