ঈদযাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টি

ঈদযাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টি
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ইতোমধ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। আজও (৩১ মে) সকাল থেকে বাস, ট্রেন ও লঞ্চে চেপে অনেকে রাজধানী ছেড়েছেন। এখন থেকে ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই বাড়তে থাকবে মানুষের ঈদযাত্রা। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বিশেষ করে শনিবার (১ জুন) সন্ধ্যার পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে। ফলে ঈদে বাড়ি যাওয়া যখন পুরোদমে শুরু হবে, তখন বৃষ্টিও ঝরবে পুরোদমে। বৃষ্টিতে অনেক সময় বেড়ে যায় যানজট। এ ক্ষেত্রে ঈদ-যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে।