উত্তরণের ঐতিহ্য জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ

উত্তরণের ঐতিহ্য জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ
উত্তরণ সাংস্কৃতিক সংগঠন বর্ণিল আয়োজনে পালন করেছে জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের ব্রজমোহন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সমন্বয় পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উত্তরণ কার্যালয়ে উত্তরণ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জৈষ্ঠ্য উৎসব এর কার্যক্রম। জৈষ্ঠ্য উৎসব উত্তরণের ব্যতিক্রমী ও ঐতিহ্যের আয়োজন। এই আয়োজনের মাধ্যমে উত্তণ দেশি ফলের সঙ্গে সবাইক পরিচিত করিয়ে দেয়। একই সঙ্গে হারানো দেশি ফলের জাত সংরক্ষের দাবি জানায়। দেশি ফলের পরিচিতি ও ফল খাওয়ার ফাঁকে ফঁকে চলে কথা, আবৃত্তি, গান এবং নাচ। চলে দেশি ফল খাওয়ার প্রতিযোগিতা। এক পর্যায়ে অতিথি এবং উত্তরণ কর্মীরা ফল খাওয়া উৎসবে মেতে ওঠে। সঙ্গে চলে বর্ষা বন্দনা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এর প্রধান উপদেষ্টা ও সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান শিকদার, উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুকুল দাস, বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ শাজেদা, শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, উত্তরণের উপদেষ্টা মিন্টু কর, তপন কুমার সাহা, দেবাশীষ কুন্ডসহ উত্তরণ এর সাবেক ও বর্তমান সদস্য কর্মীবৃন্দ। অনুষ্ঠানের এক পর্যায়ে উত্তরণের প্রধান উপদেষ্টা কলেজ অধ্যক্ষ মো. শফিকুর রহমান শিকদার বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কলেজ এর অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার বলেন, সুস্থ ও সঠিক সংস্কৃতির বিকাশে উত্তরণের ভূমিকা অনেক। সাংস্কৃতিক কর্মকা- পরিচালনার জন্য উত্তরণ-এর কার্যালয় সংস্কার করে দেয়ার আশ্বাস দেন তিনি। এছাড়াও সংস্কৃতি বিস্তারে কাজ করতে উত্তরণকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি কলেজের ১২০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নান্দনিক ডিসপ্লে­ প্রদর্শন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। উপাধাক্ষ্য স্বপন কুমার পাল বলেন, উত্তরণ সবসময় ভাল কিছু করে এবং করার চেষ্টা করে। সকল ন্যায্য ও সঠিক আন্দোলনে উত্তরণের পথচলাকে অনন্য বলে অভিহিত করেন তিনি। তিনি কলেজে সুস্থ সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার জন্য উত্তরণকে বিশেষভাবে ধন্যবাদ জানান বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এর সভাপতি জনাব কাজল ঘোষ তার বক্তব্যে বলেন, উত্তরণ তার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ পালন করে আসছে। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় উত্তরণ সর্বদা সচেষ্ট ছিলো এবং বর্তমানে তা অব্যাহত আছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানার। তিনি বলেন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় উত্তরণকে সর্বদা সজাগ থাকার জন্য আহ্বান জানান। শেষে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি মো. জুবায়ের হোসেন শাহেদ বলেন, সরকারি ব্রজমোহন কলেজ এর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সত্য প্রেম ও পবিত্রতার মহান বাণীকে ধারণ করে বরাবর সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বাঙালি সংস্কৃতির বিকাশে কাজ করে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে উত্তরণ একাগ্র ও একনিষ্ঠ। উত্তরণ সর্বদা তার নীতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ এর সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ। তিনি তার বক্তব্যের মাধ্যমে উত্তরণ এর ঐতিহ্য জৈষ্ঠ্য উৎসব এর ধারাবাহিকতা তুলে ধরেন। তিনি বলেন উত্তরণ প্রতিবছরের মত এবছরও জৈষ্ঠ্য উৎসব ও বর্ষাবরণ পালন করছে। এটি উত্তরণ এর ঐতিহ্যবাহী উৎসব।