উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের হানা

পঞ্জিকার হিসাবে পৌষ আর মাঘ মাসকে শীতের ঋতু হিসেবে ধরা হয়। আর পৌষের তৃতীয় দিনেই দেশের উত্তরাঞ্চলে হানা দিয়েছে শৈত্যপ্রবাহ।
আবহাওয়ার ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে শুক্রবার বলা হয়, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া এই শৈত্যপ্রবাহ দেশের উত্তর-পশ্চিমাংশের কোথাও কোথাও বিস্তার লাভ করতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।