উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ঘোষণা, ‘অবশ্যম্ভাবী সংঘাতের’ ইঙ্গিত কিম জং উনের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি দেশটির একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন, যেখানে তিনি শত্রু দেশগুলোর সঙ্গে “অবশ্যম্ভাবী” সংঘাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে, ২০২৫ সালকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বৃদ্ধির জন্য একটি “গুরুত্বপূর্ণ বছর” হিসেবে চিহ্নিত করেন।
কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ কিমের বক্তব্য উদ্ধৃত করে জানায়, “রাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অনির্দিষ্টকালের জন্য উন্নত করা আমাদের কঠোর রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অটল দায়িত্ব ও কর্তব্য।”
কিমের এই ঘোষণা কয়েকদিন আগে, ২০ জানুয়ারি, উত্তর কোরিয়া এক সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর আসে। এই পরীক্ষা ছিল যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচনের পর পিয়ংইয়ংয়ের প্রথম অস্ত্র পরীক্ষা।
এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, “ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন, এবং এবারও সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ নীতি অনুসরণ করবেন।”
২০১৭ সালে উত্তর কোরিয়া নিজেকে ‘অপরিবর্তনীয়’ পরমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের দাবি, আত্মরক্ষার স্বার্থে এবং ওয়াশিংটনের শত্রুতার মোকাবিলা করার জন্য এই অস্ত্র প্রয়োজন।