এসএ টিভির জিনাত জেরিনের বিরুদ্ধে করা মামলা খারিজ

এসএ টিভির জিনাত জেরিনের বিরুদ্ধে করা মামলা খারিজ
প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং হত্যার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান প্রধান ও মিডিয়া ব্যক্তিত্ব জিনাত জেরিন আলতাফের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন মেট্রোপলিটন আদালত। এর ফলে, তিনি অভিযোগ থেকে খালাস পেয়েছেন বলে জানান আইনজীবী। প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং হত্যার অভিযোগে জিনাত জেরিন আলতাফসহ পাচঁজনের বিরুদ্ধে ব্যবসায়ী আবু সাদাত মো. মোবিনের করা এক মামলার শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের আদালত মামলা খারিজ করে অভিযোগ থেকে খালাস করে রায় দেন। এর আগে ২০১৬ সালে হত্যাচেষ্টা, প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে জেরিন আলতাফসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুন থেকে এখন পর্যন্ত ১৩টি ধার্য তারিখে মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন না। এরপর আদালত গত ২০১৮ সালের ১ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার আদেশ দেন। এরপর থেকে ২০১৯ সালের ৪ এপ্রিল পর্যন্ত আরও ৩টি ধার্য তারিখে আদালতে উপস্থিত হননি মামলার বাদী। এর মধ্যে মামলার অপর চার আসামিকে আদালতে উপস্থিত করার জন্য বাদীকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য নির্দেশ দেন।