এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) বেলা ১১টায় বরিশাল নগরের সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ইকবাল আখতার, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু। দিনব্যাপী কর্মশালায় জেলার ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, মেয়র, সমাজসেবা কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি ও উন্নয়ন সংস্থার শতাধিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য ইতোমধ্যে কাজ করছে সরকার।