ঐতিহাসিক স্থান ও স্থাপনা সমূহে ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড না লাগানোর অনুরোধ

বরিশাল নগরের সৌন্দর্য রক্ষার্থে বিশেষ করে ঐতিহাসিক স্থান ও স্থাপনা সমূহের ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষার্থে বিবির পুকুর পাড় এবং মহাত্মা অশ্বিনী কুমার হল ও তার সংলগ্ন এলাকায় কোন ধরণের ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড না লাগানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ।
এ সংক্রান্ত বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত এসব স্থানে ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড না লাগানোর জন্য।