করোনাভাইরাসে আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তী। এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। রাজ চক্রবর্তী নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন।
রাজ চক্রবর্তী জানান, আমার শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি। আমার পরিবারের বাকি সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হবে। বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
‘বোঝে না সে বোঝে না’এর পরিচালক রাজ এবং তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী উভয়েই প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। পরিবারের নতুন অতিথি আসার আগেই করোনা ঢুকে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে রাজ পরিবারে।
এর আগে অভিনেত্রী কোয়েল মল্লিকসহ তার বাড়ির পরিবারের কয়েকজনের শরীরেও করোনা ধরা পড়ে। তারা সকলেই এখন করোনা মুক্ত।
মাস খানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিও। এরপরই তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখেন। বর্তমানে তিনিও করোনা মুক্ত।
ভোরের আলো/ভিঅ/১৮/২০২০