করোনায় আক্রান্ত মাশরাফীর স্ত্রীও

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগে থেকেই চিকিৎসা নিচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। এবার করোনার সংক্রমণ ধরা পড়েছে তার স্ত্রী সুমনা হক সুমির শরীরেও।
সোমবার রাতে মাশরাফীর পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন সুমনা হক। আক্রান্ত হলেও তার কোনো শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছে।
গত ২০ জুন মাশরাফীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মোর্ত্তজা সিজার করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফী, সিজার ও স্ত্রী সুমনা হক।
কভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপু ও তার বাবা-মা। পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ আক্রান্ত হয়েছিলেন বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও। তাদের সবাই এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।