করোনায় প্রাণ হারালেন বিজরী বরকতউল্লাহর বাবা প্রযোজক মো. বরকতউল্লাহ

করোনায় প্রাণ হারালেন বিজরী বরকতউল্লাহর বাবা প্রযোজক  মো. বরকতউল্লাহ


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এক সময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. বরকতউল্লাহ। সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।  রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরকতউল্লাহ।

মো. বরকতউল্লাহর স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জিনাত বরকতউল্লাহ চিকিৎসাধীন রয়েছেন।