করোনায় সাদেক হোসেন খোকার ভাইয়ের মৃত্যু

করোনায় সাদেক হোসেন খোকার ভাইয়ের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তেজগাঁও ইমপ্লাস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 

তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের চাচা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। 

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।