করোনায় সাবেক সাংসদ তোয়াবুরের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার জেলার প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক তোয়াবুর রহিম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান।
তোয়াবুর রহিম বিগত কয়েকদিন যাবৎ করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, প্রবীণ এ রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, তৎকালীন গণপরিষদ সদস্য, বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদ সদস্য (সিলেট-১৪ মৌলবীবাজার, রাজনগর) ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে।