করোনায় একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৪৫৮ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৪৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৯৩ হাজার ৬৯৩ জন।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ১১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ ও সাত জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের ৩১-৪০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, চার জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১১ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এত হাজার ৫৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।