করোনা: ভারতে নতুন আক্রান্ত ৭৯৬৪, মৃত্যু ২৬৫ জনের

সড়কে চলাচলকারীর শরীরের তাপমাত্রা মেপে দেখছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য।
ভারতে করোনা পরিস্থিতি অবনতির দিকে। দিন দিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সাত হাজার ৯৬৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৬৫ জনের।
শনিবার (৩০ মে) ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভি জানায়, ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৭১ জনের। সুস্থ হয়ে উঠেছে ৮০ হাজারেরও বেশি আক্রান্ত।