কলাপাড়ায় ঈদ উপলক্ষে দরিদ্র ৬২৫ পরিবারকে লুঙ্গি শাড়ি বিতরণ

কলাপাড়ায় ঈদ উপলক্ষে দরিদ্র ৬২৫ পরিবারকে লুঙ্গি শাড়ি বিতরণ
কলাপাড়ার সদর টিয়াখালী ইউনিয়নের দরিদ্র ৬২৫ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইয়ামিন আহম্মেদ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ডাঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, ঢাকাস্থ কলাপাড়া সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহরিয়ার সবুজ প্রমুখ। ইয়ামিন আহম্মেদ জানান, প্রতিবছরের ন্যায় তারা মাননীয় প্রধানমন্ত্রী , মানবতার মা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র এসব মানুষকে ঈদ উপহার বিতরণ করেছেন।