কলাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এস,আই সাইদুর রহমানের মৃত্যু

কলাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এস,আই সাইদুর রহমানের মৃত্যু

কলাপাড়া উপজেলার মহিপুর থানায় কর্তব্যরত অবস্থায় সাইদুর রহমান নামের এক এস,আই সাইদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

এস,আই সাইদ ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন কালে মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পরলে তাকে তাৎক্ষনিক কলাপাড়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে মহিপুর থানা অফিসার্স ইনচার্জ মো. মনিরুজ্জামান নিশ্চিত করেন। এস,আই সাইদুর রহমানের বাড়ি বরিশাল সদরের নবগ্রাম রোডের মৃত. মোখছেদুর রহমানের ছেলে।

এস,আই সাইদুর রহমানের প্রথম নামাজে জানাজা মহিপুর থানা কমপ্লেক্সে শেষ করে তার লাশ পটুয়াখালী পুলিশ লাইনে পাঠানো হবে। সেখানে তাকে গার্ড অফ ওনার প্রদান করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমদ আলী নিশ্চিত করেন।