কাল আসছে ৫০ লাখ টিকা

অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার (ভ্যাকসিন) প্রথম ধাপের ৫০ লাখ সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশে পৌঁছাবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সূত্র গতকাল রোববার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানায়।
ভারত থেকে এ টিকা আসার পর বেক্সিমকোর সংরক্ষণাগারে এসব টিকা রাখা হয়ে বলে বেক্সিমকো সূত্র জানায়।
তারা জানায়, এরপর এগুলো সরকারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে আমাদের ২০ লাখ টিকা দিয়েছে ভারত সরকার। চুক্তি অনুয়ায়ী কাল আসবে ৫০ লাখ। এরপর পর্যায়ক্রমে বাকী টিকা আসবে। এসব ভ্যাকসিন সংরক্ষণ করা হচ্ছে। পরের ধাপে টিকা আসলে ঢাকাসহ জেলা ও উপজেলা পর্যায়ে কোথায় তা রাখা হবে সেটিও ঠিক করে রাখা হয়েছে।
তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে নার্সদের থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ভ্যাকসিন কীভাবে প্রয়োগ করা হবে সেজন্য আমাদের জাতীয় কমিটি আছে। তারা এ সংক্রান্ত প্রস্তুতি শেষ করেছেন।