কুঞ্জেরহাটে জীবাণুনাশক স্প্রে ও ত্রাণ বিতরণ

কুঞ্জেরহাটে জীবাণুনাশক স্প্রে ও ত্রাণ বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজারের বিভিন্ন সড়কে ব্লিচিং মিশ্রিত জীবানু নাশক পানি ছিটানো হয়েছে। মাননীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপির নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। 

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ এতে অংশ গ্রহণ করেন। এরপর দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কাচিয়া ইউনিয়নে গৃহে অবস্থানকারী কয়েকটি ওয়ার্ডের কর্মহীন শ্রমিক, প্রতিবন্ধী ও হত দরিদ্র ১০০ পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা।বিতরণ কার্যক্রমে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রবি কাজীও উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন, আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের নির্দেশনায় ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর তত্ত্বাবধানে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার কুঞ্জের হাট বাজারের বিভিন্ন সড়ক কে জীবাণু মুক্ত করণের জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতায় জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে। এছাড়াও ওই ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের ১ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফায়ার সার্ভিস কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,দূর্যোগকালীন সময় পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে। তিনি এ সময় জনগনকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।