কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

কুমিল্লায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, তিনটি শটগান, একটি বিদেশি তলোয়ার, দেশি রামদা ও চাকু, একটি রাম দা এবং ১৪ রাউন্ড গুলি (পিস্তল, শটগান ও রিভলভারের) উদ্ধার করা হয়েছে।

শনিবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনীর ২৩ বীরের সদস্যরা। রোববার বিকেলে আদর্শ সদর এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মো. নাইমুল ইসলাম (নাঈম), আবির হামিদ মাহি, রাকিব, মো. সাজিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. সাব্বির হোসেন, মো. জাবেদুর রহমান, অভিজিৎ রায় সরকার, মো. আবুল খায়ের ও মো. অপু।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা ছিনতাই, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি তারা বড় ধরনের অপরাধমূলক পরিকল্পনায় লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সেনাবাহিনীর অভিযানে তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা তাদের বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে নগরীতে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত।

গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।