কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ২ যৌন কর্মীসহ ৪ জন আটক

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ২ যৌন কর্মীসহ ৪ জন আটক

সমূদ্র সৈকত কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই যৌন কর্মী এবং দুই খদ্দের সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে এই অভিযান চালায় মহিপুর থানা পুলিশ। 

পটুয়াখালীর মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের জানান, আবাসিক হোটেলের আড়ালে ঈদ পরবর্তী পর্যটকদের ভীরে যৌন ব্যবসা করে আসছিলো ভাড়াটিয়া হোটেল মালিক মো. ফারুক। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে গত সোমবার রাতে ওই হোটেলে অভিযান চালায় পুলিশ।

এ সময় দুই যৌন কর্মী, ১ জন খদ্দের এবং ভাড়াটিয়া হোটেল মালিককে আটক করেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওসি জানান।